Tag Archives: মেহেদী হরিৎ

চুম্বন — মেহেদী হরিৎ

প্রথম চুম্বনে আগুন ধরে যায়
আগুন নিভে দমকলের জলে
তারপর বার্ন ইউনিট, মুখে প্লাস্টার।
দ্বিতীয় চুম্বনে জেগে ওঠে যৌবন
দম নেই আর দম ফেলি
ক্ষণিক পর লীলা ক্ষান্ত হয়।
পেট্রোল লিপস্টিক তোমায় মানিয়েছে বেশ
দাও দাও
আরও চুম্বন দাও
মস্তকগুলো যেন কর্পূর হয়ে যায়…

মহাপ্রলয়–মেহেদী হরিৎ

বেতাল তরঙ্গ ভেসে আসে
ডুবে যায় ভরা চাঁদ
হুঙ্কার তোলে উত্তাল ঘূর্ণিঝড়…

 

এ কোন আবহ?
পাখির মত উড়ছে মানুষ
আকাশবিহীন অন্ধকারে…

 

ঝুম বৃষ্টির পরে —
অতিকায় ফোঁটাগুলো
মিলেমিশে একাকার…

 

শত্রু দুজন পাশাপাশি,
একের বুকে অন্যের হাত
তারা কি জানে?

ষড়যন্ত্র এবং আন্দোলন ২০১৩ – মেহেদী হরিৎ

গতকল্য জন্মলাভ করিয়াছে যে ছাগল

সেও বুঝিতেছে-

ভিতরকার মেকানিজম,

অভ্যন্তরীণ কোয়ালিশন।

কোনটা উদ্দেশ্য

কোনটা বিধেয়

বুঝি না।

ব্যাকরণ অতি অভিজাত বিষয়

জানিবার অধিকার রাখি না,

জানিবার দরকারও নাই।

সাধারণের সহজ কথাÑ

সবগুলার ফাঁসি চাই

ফাঁসি দে

পরাগায়নে অংশগ্রহণকারী সকল পতঙ্গ

প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে

তারা আর এই প্রক্রিয়ায় অংশ নিবে না।

এই ভূমিতে এখন

ফুল অতি অশোভনীয়।

মাঝে মাঝে সুন্দর মানুষকে কলঙ্কিত করে,

সম্ভবত এখনই এর প্রকৃষ্ট সময়…

আমাদের এখন বিভৎস ধারালো অস্ত্র হাতে নেওয়া প্রয়োজন…