Tag Archives: মাহমুদ হাছান

মাহমুদ হাছানের কবিতা

মিছিলে সেও কি এসেছিল

যারা মিছিলে যাওয়ার কথা বলে
জননিশিথে পথে নামল
আমি কিন্তু তাদের সাথে নেই ;
অনেক বাগাড়ম্বর, কথার মিছিল,
সিনায় সিনায় মিলনোন্মুখ
জনতার, কি হলে তবে হবে?
মালিকের মন ভরানোর পরও
ম্যানেজার-ক্যাশিয়ার
নজরানা শেষে…
তবে কি
কলকব্জাসমেত পুরো মেশিনটাকেও!
কাদের বাড়ির বউ ও?
আমি শহরে সন্ধ্যা নামার পর
এ পাড়া ও পাড়া, পার্ক ও রেস্তোরাঁ
অবশেষে দৌলতদিয়া
না, পেলাম না খুঁজে…
সেও কি
এসেছিল
জননিশিথে
তোমাদের মিছিলে…

সেতু

সেতু গজাবার পর
নদী হারিয়েছে তার দিগ¦লয়,
খড়ির অভাবে মাঝির বউ
চিরে চিরে তার নাও
জোগাচ্ছে
ভাতের কাঙ্ক্ষিত উত্তাপ

প্রভা

খুব বেশি ঘরোয়া হতে নেই,
তোমার ঘরের খবর পেয়েছি পড়শির মুখে
আমি এক রমণীকে চিনি, যথার্থ রমণ পেলে
ধর্ষককেও আপন করে নিতে পারেন যিনি
অথচ তুমি বাঁচতে–মুহূর্তে,
আমি অনিমার বুকে এসিড ছুঁড়ে দিতে পারিনি
প্রকাশ্যে কবিতা লেখার দায়ে
খুব একটা হতাশ হয়নি
তোমার ঘরের খবর পেয়ে
তোমার মৃত্যু হলেও
অসভ্য মাংসখণ্ডটা উঠবে শিউরে
অথচ তুমি বাঁচতে–মুহূর্তে।