Tag Archives: ব্রেটল্ট ব্রেখট

তিন সিপারা ব্রেটল্ট ব্রেখট

তর্জমা: জামিল আহমেদ

দুশমন কে?

ভুখা আদম

যে কিনা তোর রুটির শেষ টুকরাটা কাইড়া খায়

মনে লাগে র্তো, সেই সাচ্চা দুশমন।

তয়, যেই ছ্যাচড়া, যেই পুকুর চোর

ভুখ কি মাল, জানতেই পারে নাই কোনদিন

তার টুটি চাইপ্পা ধরতে

তুই কখনো ঝাপায় পড়ছ না যে!

জেনারেল, জব্বর তোর ট্যাংক

তোর ঐ ট্যাঙ্ক,

হাজারো বনজঙ্গল হজমের পর

লাখো মানুষেরে গিলা খায়

তয়, সমস্যা একটাই

মানুষই ঐটা চালায়।

তোর বোমারু বিমান, আহা! পুরাই গজব

বালামুসিবতের থিকাও গতি বেশি তার আর ক্ষমতা রাখে

হাতির চাইতে বেশি

তয়, সমস্যা একটাই

মিস্তিরি বিনা সব কেরামতি অচল।

জেনারেল, মানুষের সম্ভাবনার শেষ নাই

সে পারে উড়বার, পারে খুন করবার

তয়, সমস্যা একটাই, মানে:

সে চিন্তা করতে জানে।

সবকিছু বদলায়

সবকিছু বদলায়

নতুন করে আবার শুরু করতে পার তুমি

দম ফুরানোর আগ মুহূর্তেও।

কিন্তু, যা ঘটবার তা ঘটে গেছে। আর,

যেটুকু পানি তুমি মিশিয়েছ শরাবে

তাকে কি আর আলাদা করা যাবে!

যা ঘটবার তা ঘটে গেছে।

যেটুকু পানি তুমি মিশিয়েছ শরাবে

তাকে আর তুলে আনা যাবে না; কিন্তু

সবকিছু বদলায়, সবকিছুই

দম ফুরানোর আগ মুহূর্তেও

নতুন করে আবার শুরু করতে পার তুমি।